স্বদেশ ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। তবে কিছু সময় পর আবার তার অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হয়। হ্যাকড হওয়ার পর ডরিসের অ্যাকাউন্ট থেকে কিছু আক্রমণাত্মক বর্ণবাদী টুইট করা হয়।
‘চাকলিং স্কোয়াড’ নামে একটি হ্যাকার দল ডরসির অ্যাকাউন্ট হ্যাক করে বলে দাবি করে। ৪০ লাখের বেশি অনুসারীসমৃদ্ধ ডরসির টুইটার অ্যাকাউন্টটি প্রায় ১৫ মিনিট হ্যাকারদের দখলে ছিল।
টুইটার জানায়, টুইটারের কোনো ত্রুটির কারণে এটি হয়নি বরং একটি মোবাইল অপারেটর দায়ী। অ্যাকাউন্টটির সঙ্গে থাকা ফোন নম্বর মোবাইল অপারেটরের নিরাপত্তা পর্যবেক্ক্ষণে পরিচালিত কার্যাবলীর আওতাধীন থাকায় হ্যাকাররা এ সুযোগ পায়।