রবিবার, ১৫ জুন ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

বাংলাদেশের ছবিতে বলিউড গায়িকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক: এবার বাংলাদেশের ছবিতে গাইলেন ‘ফিরভি তুমকো চাহুঙ্গি’, ‌‘ও মেরি লায়লা’খ্যাত বলিউড কণ্ঠশিল্পী জ্যোতিকা টাংরি। ছবির নাম ‘মেকআপ’। গতকাল শুক্রবার মুম্বাইয়ের প্লে-হার্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান ছবির নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, গানের শিরোনাম ‘বেবি বিউটিফুল’। এর কথা ও সুর করেছেন স্যাভি। দারুণ একটি গান হয়েছে। আশা করি, গানটি সবার পছন্দ হবে।

এদিকে, শোবিজ অঙ্গনের নেপথ্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মেকআপ’ ছবিটি। নির্মাণের পাশাপাশি এর গল্প, ভাবনা ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজে। এতে পাঁচজন নায়ক-নায়িকা থাকছেন। এরই মধ্যে প্রায় শেষ হয়েছে ছবির কাজ। এর শুটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে।

‘মেকআপ’ মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানান, সেপ্টেম্বরে ছবির টিজার মুক্তি দেওয়া হবে। তখন ছবির কলাকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আর আগামী অক্টোবরে ‘মেকআপ’ ছবিটি মুক্তি দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ