স্বদেশ ডেস্ক:
পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমিছিলে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দলটির নিহত ইউনিয়ন যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা আজ অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশব্যাপী গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে দলটি ।
বিএনপির দফতরের ভারপ্রাপ্ত নেতা ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তারা জানান, ২৫ ডিসেম্বর বাদ আসর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপি নেতা আরেফিনের জানাজা অনুষ্ঠিত হবে। একইসাথে সারা দেশে জেলা এবং মহানগরে গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হবে।