মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করলো আ. লীগ

শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করলো আ. লীগ

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র আ. লীগে স্বস্তি শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করলো আ. লীগ স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে এই সিদ্ধান্তে স্বস্তি বিরাজ করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে। ঢাকা থেকে প্রাপ্ত খবরে প্রকাশ ওবায়দুল কাদের বলেন, ‘যারা দলের মধ্যে শৃঙ্খলাভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন। জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে। এর বাইরে কেউ থাকলে তারাও আবেদন করতে পারবে।’ ওবায়দুল কাদেরের উল্লেখিত বক্তব্য ও দলের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে দলের একাধিক নেতা-কর্মী জানিয়েছেন। সূত্র মতে, নেতৃত্বের কোন্দল, কাউন্সিল না হওয়া প্রভৃতি কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে ইতিপূর্বে বহিষ্কার-পাল্টা বাহিস্কারের ঘটনা ঘটেছে। খোদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বহিষ্কারের শিকার হয়েছেন। সর্বশেষ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী বহিস্কারের শিকার হয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকীর নামও বহিষ্কার-পাল্টা বহিষ্কারের তালিকায় ছিলো। এব্যাপারে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল বলেন, আওয়ামী লীগ বড় দল। দলের নেতা-কর্মীদের মধ্যে অনেক সময় ভুল-বুঝাবুঝি হয়। আমারও ভুল করে থাকি। কিন্তু বৃহত্তর স্বার্থে দলের নেতা-কর্মীদের কেন্দ্র যেভাবে বরণ করে নিলো তাতে দল দেশ ও প্রবাসে আরো শক্তিশালী হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কেননা, সামনে জাতীয় নির্বাচন। এখন সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। তিনি বলেন, আমি না বুঝেই ভুল করেছিলাম, পরবর্তীতে দু:খ প্রকাশ করে দলের কাছে আবেদন করেছি। আশ করছি এখন থেকে আর আমাদের মধ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে আর কোন ভুল-বুঝাবুঝি থাকবে না। জানা যায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ তার বহিস্কারাদেশ প্রত্যাহারে অনেক আগেই কেন্দ্রের কাছে আবেদন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877