সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভক্তের মৃত্যু

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভক্তের মৃত্যু

স্বদেশ ডেস্ক;

সিলেটের শিবগঞ্জে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করার সময় ২৫ বছর বয়সী দলটির এক ভক্ত ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। সুনামগঞ্জের ছাতকের জয়ব্রত ভট্টাচার্য সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।

জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাতে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত রোববার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সাথে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সাথে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন।

তিনি আরো বলেন, ব্যথা তীব্র হলে রাত ৩টার দিকে বন্ধুরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন যে ভোরে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877