স্পোর্টস ডেস্ক: প্রায় ৯ মাস পর দেশের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এই টেস্টে বাংলাদেশ দলে দেখা যেতে পারে নতুন মুখ। স্কোয়াডে দেখা যেতে পারে অতিরিক্ত খেলোয়াড়ও।
আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই তথ্য জানান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, স্কোয়াডে একজন বা দুইজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে স্কোয়াড দেওয়া হতে পারে।
হাবিবুল বাশার বলেন, ‘যেহেতু একটা মাত্র টেস্ট ম্যাচ ১৪ জনেরই দেওয়ার কথা। এখন কোনো খেলা নেই সেহেতু একজন দুইজন অ্যাড করতে পারি যারা হয়তো ওয়ানডে খেলবে না, টেস্ট খেলবে না। সেক্ষেত্রে একজনের সঙ্গে দুই জন অন্তর্ভুক্ত করতে পারি স্কোয়াডে।’
তবে অতিরিক্ত কাদেরকে নিয়ে দল ঘোষণা করা হতে পারে তা নিশ্চিত করেননি এই নির্বাচক। তিনি বলেন, ‘এখনো ডিসাইড করিনি ১৫ জন হতে পারে ১৬ জনেরও হতে পারে।’
তামিম ইকবাল নেই আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। তাই ওপেনিংয়ের জন্যও ভাবতে হচ্ছে নতুন করে। সাদমান ইসলাম এক প্রান্তে নিশ্চিত হলেও অন্য প্রান্তে কে খেলবে এখনো নিশ্চিত নন।
টেস্ট দল গঠন নিয়ে বাশার বলেন, ‘টেস্ট টিম নিয়ে আমরা আলোচনা করেছি। কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা মোটামুটিভাবে একটা চিন্তা-ভাবনা করেছি কেমন হতে পারে।’
আগামী ৩০ কিংবা ৩১ আগস্ট দল ঘোষণা হতে পারে। ১ ও ২ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে।