রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
সাকিবদের সাথে ক্যাম্পে যোগ দিচ্ছেন ভেট্টরি

সাকিবদের সাথে ক্যাম্পে যোগ দিচ্ছেন ভেট্টরি

স্বদেশ ডেস্ক:

টাইগারদের স্পিন বোলিং কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টরি শুক্রবার সাকিব আল হাসানদের সাথে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভেট্টরি শুক্রবার সকালে ঢাকায় আসবেন বলে আমরা প্রত্যাশা করছি এবং তিনি বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।’

নিউজিল্যান্ডের হয়ে ১১৩ টেস্ট, ২৯৫ ওয়ানডে এবং ৩৪টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ৩৬২, ৩০৫ এবং ৩৮টি উইকেট শিকার করেন ভেট্টরি।

৪০ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৭ জুলাই বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পান তিনি। ভারতীয় স্পিনার সুনিল যোশী চলে যাওয়ার পর তাকে এ দায়িত্ব দেয়া হয়।

চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ায় ২০২০ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন ভেট্টরি।

এই সময়ে তিনি মাত্র ১০০ দিন বাংলাদেশ দলের সাথে থাকবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877