শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

হরিয়ানা, মহারাষ্ট্রে আসন কমেছে বিজেপির

হরিয়ানা, মহারাষ্ট্রে আসন কমেছে বিজেপির

স্বদেশ ডেস্ক:

মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের নির্বাচনে জিতলেও আসন কমেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির। নিজেদের ঘাঁটি হিসেবে বিবেচিত রাজ্য দুটির নির্বাচনে ধাক্কাই খেয়েছে নরেন্দ্র মোদির দল।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দুই রাজ্যেই বিজেপি ও তার জোটসঙ্গীদের পাওয়া ভোট আগের তুলনায় কম।

মহারাষ্ট্রে বিজেপির আসন গতবারের চেয়ে ১৭টি কমে হয়েছে ১০৫। জোটসঙ্গী শিবসেনা এবার জিতেছে ৫৬টি আসনে, আগেরবার তাদের হাতে ছিল ৬৫টি আসন।

তবে আসন কমলেও এই জোটই সরকার গঠন করবে। কারণ ২৮৮ আসনের এ রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ১৪৫ আসনের।

বিরোধী দল কংগ্রেস জিতেছে ৪৪টি আসনে; এনসিপি ৫৪টিতে। ২০১৪-র নির্বাচনে তারা জিতেছিল যথাক্রমে ৪২ ও ৪১টি।

হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪০টিতে; কংগ্রেস পেয়েছে ৩১টি, জননায়ক জনতা পার্টি (জেজেপি) থলিতে ভরেছে ১০টি আসন।

সরকার গড়তে হরিয়ানায় প্রয়োজন ৪৬টি আসন; স্বতন্ত্র বিধায়কদের সমর্থন নিয়ে এখানেও বিজেপিই সরকার গড়তে যাচ্ছে বলে ইঙ্গিত পর্যবেক্ষকদের।

হরিয়ানায় আগের নির্বাচনে এই রাজ্যে বিজেপি একাই পেয়েছিল ৪৭টি, কংগ্রেসের ছিল ১৫টি। এখানেও কংগ্রেসের আসন বেড়েছ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877