স্বদেশ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুক্রবার বিয়ের রেজিস্ট্রেশন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন।
তাদের গাড়ি একটি পিকআপ ট্রাকের সাথে সংঘর্ষ হলে দুজনেই নিহত হন বলে সিবিএস নিউজের সহযোগী কেএফডিএম জানিয়েছে।
অরেঞ্জ পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, হার্লে মরগান (১৯) ও রিহাননকে (২০) বহনকরা গাড়িটি অরেঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় পতিত হয়।
বরের বোন এবং মার চোখের সামনেই এই দুর্ঘটনা ঘটে। তাদের গাড়িটি নববিবাহিত এই দম্পতির গাড়ির পেছনেই ছিল।
মরগানের মা কেনিয়া কেএফডিএমকে বলেন, ‘তারা সবেমাত্র বিয়ে করেছে। তাদের বিয়ের পাঁচ মিনিটও হয়নি।’
রিহানন এবং মরগান ঘটনাস্থলেই মারা যান। তবে পিকআপ ট্রাকের চালকের কোনো ক্ষতি হয়নি। কেনিয়া ওই দম্পতিকে গাড়ি থেকে বের করে বাঁচানোর চেষ্টা করেন।
মরগানের মা বলেন, ‘আমি নিজের চোখের সামনে আমার সন্তানকে মারা যেতে দেখলাম। আমার শরীরে এখনো রক্ত লেগে আছে। কারণ তাদের দুজনকে গাড়ির ভেতর থেকে বের করে আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘জীবনের বাকিটা সময় এই করুণ দৃশ্যই আমাকে তাড়া করে বেড়াবে। আমি কোনোদিন ভুলতে পারব না। কোথাও যেতে পারব না। যতদিন পৃথিবীতে আছি, আমি আমার জীবনের প্রতিটি রাতেই দেখবো যে একটি ট্রাক আমার ছেলেকে ধাক্কা দিচ্ছে এবং মেরে ফেলছে।’