মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্বদেশ ডেস্ক:

হবিগঞ্জ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সমস্যা সমাধানে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এদিন বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক শ্রমিকদের সাথে জেলা প্রশাসক ইশরাত জাহানের দুই ঘণ্টা আলোচনার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সধারণ সম্পাদক মো: সজীব আলী জানান, সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিবহন মালিক শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ফলপ্রসু আলোচনার ফলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, বিকেল থেকে জেলার অভ্যন্তরীণ ৯টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।

গত শুক্রবার থেকে অনিদিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়। উল্লেখ্য, বিগত ৪ সেপ্টেম্বর পরিবহন মালিক শ্রমিকদের যৌথ সভায় নবীগঞ্জ উপজেলার সালামতপুর বাস টার্মিনালে হবিগঞ্জ -এর বাসগুলোকে ব্যবহার করার সিদ্ধান্ত হয় কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে হবিগঞ্জ থেকে কোনো বাস ওই টার্মিনালে প্রবেশ করতে না দেয়া এবং অবৈধ থ্রি হুইলার বন্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় এ ধর্মঘট ডাকা হয়। অপর দিকে সিলেটে বিএনপির সমাবেশের আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট বিভাগের অন্যান্য জেলার সাথে এ ধর্মঘটের ডাক দেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877