স্বদেশ ডেস্ক: রাজধানীর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে স্টার বন্ড নামক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করে কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গতকাল শনিবার রাতে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-২ এই অভিযান পরিচালনা করেছে।
সারোয়ার আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাই, মাদক বিক্রিসহ নানা অপরাধের দায়ে স্টার বন্ড নামক ওই কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়ে কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাবের পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে র্যাব-২ এর সদস্যরা সহযোগিতা করেছেন বলে জানান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগেও বেশ কয়েকটি কিশোর গ্যংয়ের সদস্যদের আটক করে কারাদণ্ড দিয়েছে র্যাব।