স্বদেশ ডেস্ক:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০২ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৮৯ জন। মোট আক্রান্ত ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
আজ সোমবার বিকেলে করোনাবিষয়ক স্বাস্থ্য অফিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান হয়।
এতে বলা হয়, করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ৮৪৮ জন।
২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৬২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ছয় দশমিক ৯২ শতাংশ।