মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

কড়া নিরাপত্তায় এক হলেন শাকিব-বুবলী

কড়া নিরাপত্তায় এক হলেন শাকিব-বুবলী

স্বদেশ ডেস্ক:

গত দুদিনের নানা ঘটনার পর থেকেই আড়ালে ছিলেন তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলী।  গতকাল থেকে তাদের দুজনের বাসার সামনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও ইউটিউবাররা অবস্থান নিলেও দেখা পাননি এই দুই তারকার।

অবশেষে জানা গেলে আজ শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানে রোমান্স করছেন তারা।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির সব শুটিং শেষ। শুধু একটি গানই বাকি। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। আজ শুটিংয়ের শিডিউল থাকলেও জনসমাগম এড়ানোর জন্য বিষয়টি গোপন রাখা হয়।
‘লিডার-আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। এর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন ও পরিচালক তপু খান।

কয়েকদিন আগে ‘বেবি বাম্প’-এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনা তোলেন এই নায়িকা। এরপর শুক্রবার চিত্রনায়ক শাকিব খান ও বুবলী নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে জানান দেন, শেহজাদ খান বীর নামে তাদের আড়াই বছর বয়সী ছেলে সন্তান আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877