সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

বনানীতে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত তাবিথ আউয়াল

বনানীতে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত তাবিথ আউয়াল

স্বদেশ ডেস্ক:

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হামলায় তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তাবিথ আউয়াল। পুরোনো ছবি 
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মসূচি শুরুর আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য যখন প্রায় শেষ পর্যায়ে, অপর পাশ থেকে এসে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় তাবিথ আউয়ালসহ বহু নেতাকর্মী আহত হয়েছে।’

আজ সন্ধ্যায় সাতটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের হোটেল শেরাটন, ঢাকার সামনে মৌন অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। একই সময় বনানীর কাকলী মোড়ের কাছে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি। ছবি: সংগৃহীত

পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বরেন করেন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদ প্রমুখ। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে দ্রুত মৌন কর্মসূচি শেষ করা হয়। বিএনপির অভিযোগ, রাত ৭টা ৫০ মিনিটের দিকে কর্মসূচি শেষ হওয়ার পরই কাকলীতে অবস্থানরত একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের নেতাকর্মীদের ধাওয়া দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877