মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

রাঙ্গাকে কেন অব্যাহতি, জানালেন জাপা মহাসচিব

রাঙ্গাকে কেন অব্যাহতি, জানালেন জাপা মহাসচিব

স্বদেশ ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্যই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

আজ বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের   প্রশ্নের জবাবে এ কথা বলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ তুলে ধরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘গেল এক বছর গণমাধ্যম, সংসদ ও বিভিন্ন ফোরামে মশিউর রহমান রাঙ্গা সংগঠনের নীতি ও অবস্থানবিরোধী কথা বলছিলেন। এক মাস আগেও এমন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে ক্ষমাও চেয়েছেন মশিউর রহমান রাঙ্গা। তখন সংগঠনবিরোধী কোনো কাজ করবেন না বলেও অঙ্গীকার করেছিলেন তিনি। তবে মশিউর রহমান রাঙ্গার প্রতি পার্টির সিদ্ধান্ত গঠনতন্ত্র ও বিধি মোতাবেক হয়েছে।’
জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ডাকা সম্মেলনের ব্যাপারে দলটির মহাসচিব বলেন, ‘প্রায় এক বছর ধরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিদেশে চিকিৎসাধীন। এ ছাড়া তিনি হঠাৎ নভেম্বরে একটি কাউন্সিল ঘোষণা করেছেন। সেখানে তিনি আহ্বায়ক হয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।  অথচ আমরা কেউই এ বিষয়ে কিছুই জানি না। আবার যাকে সদস্যসচিব করা হয়েছে, তিনি জাতীয় পার্টির প্রাথমিক সদস্যও নন। আবার বিরোধীদলীয় নেতার অনুপস্থিতিতে সংসদের অনেক কাজ ব্যাহত হচ্ছে।’

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জাপায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন রাঙ্গা। তিনি জাপায় ফিরতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদি জাতীয় পার্টি চেয়ারম্যান চান, তবেই মশিউর রহমান রাঙ্গার জাতীয় পার্টির রাজনীতিতে ফিরতে পারবেন। কারণ, কাউকে পার্টিতে ফেরানোর এখতিয়ার শুধু জাতীয় পার্টি চেয়ারম্যানের।’

জাপা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী দাবি করে দলের মহাসচিব বলেন, ‘কেউ দল থেকে চলে যেতে পারেন, তাতে দলের কোনো ক্ষতি হয় না। অনেকেই চলে গেছেন কিন্তু জাতীয় পার্টি তার স্থানেই আছে। জাতীয় পার্টি কেউ ভাঙতে পারবে না। জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, ফখরুল ইমাম, সফিকুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877