স্বদেশ ডেস্ক:
মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশটাকে তাপদাহ জ্বলে পুড়ে ছারখার করে দিচ্ছে, ঝলসে দিচ্ছে এর জন্য দায়ী সরকার। এটি সরকারের ভুল র্নীতির জন্য। সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিয়েছেন কৃত্রিমভাবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, শাহ আলম, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাস্টার, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মো: বাকি বিল্লাহ, দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা, গাজীপুর জেলার আহ্বায়ক সিদ্দিক হোসাইন, নারায়নগঞ্জ জেলার আহ্বায়ক এইচ. এম. হোসাইন, কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, তানভীর আহমেদ দুলাল, হেমায়েত উদ্দিন হিমু, শরীফুর রহমান রিপন-সহ নেতৃবৃন্দ।