বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ২০ লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ২০ লাখ

স্বদেশ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫৫৬ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ নয় হাজার ২৭৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৩৭৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৪ হাজার ১৭১ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৭২ হাজার ২৪১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময়ে নতুন করে ২৮২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৯ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময় শনাক্তের হার ছয় দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877