স্বদেশ ডেস্ক:
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা মো: কামাল উদ্দিন (৩৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন।
নিহত কামাল মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাড়িয়াখালী এলাকার সাত ভাইর বাড়ির মো: নিজাম উদ্দিনের ছেলে।
ওই বাড়ির বাসিন্দা খাজা মাঈন উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগামী গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কামাল জীবিকার নির্বাহের জন্য দীর্ঘ ১৭-১৮ বছর ধরে প্রবাসে রয়েছে। সেখানে একটি লন্ড্রি দোকানে চাকরি করতেন।
তিনি আরো বলেন, তার লাশ দেশের আনার বিষয়ে এখনো সময় নির্ধারণ হয়নি। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইয়ে পাঠানোর পর সীদ্ধান্ত নেয়া হবে। লাশ এখন সেখানকার একটি হাসপাতালে রয়েছে।
৭ নম্বর কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমার ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল দুবাইতে সড়ক দুর্ঘটনা মারা গেছেন শুনেছি। লাশ দেশে আনতে কাগজপত্র যা প্রয়োজন হয় পরিষদ থেকে আমি ব্যবস্থা করে দেব।