স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাবাকে হত্যার অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাবা আলী আজগর (৬৫)- এর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে সে তার বাবা আলী আজগরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর সারা রাত লাশের পাশে বসেছিল।
এরপর সকালে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বলে, ‘আমি বাবাকে হত্যা করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন।’ তখন স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন ইমাম। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।