স্বদেশ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে এক নারী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের এক নম্বর রোডের ‘সি’ ব্লকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর ভাষ্য, স্বামী আরেকটি বিয়ে করায় তিনি এ কাজ করেছেন।
মোহাম্মদপুর থানার এসআই আবদুর রশিদ সরকার বলেন, এ ঘটনায় আহতের বোন মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, ওই ব্যক্তি ৫ বছর জর্দানে ছিলেন। দেশে ফেরেন গত বছর। দেশে ফেরার পর তার স্ত্রী জানতে পারেন তিনি জর্দানে আরেকটি বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। জর্দানে থাকা স্ত্রীর সঙ্গে তার স্বামীর যোগাযোযোগ ছিল এবং তিনি আবার জর্দান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।