শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

অন্য রকম সেঞ্চুরির সামনে রিয়াদ

অন্য রকম সেঞ্চুরির সামনে রিয়াদ

স্বদেশ ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কখনো সেঞ্চুরির দেখা পাননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অন্য রকম এক সেঞ্চুরির ধারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে তৃতীয় ম্যাচেই দারুণ এক সেঞ্চুরিতে নিজেকে রাঙাবেন রিয়াদ। টস করতে নামলেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়বেন তিনি।

ক্রিকেটের এই সংস্করণে খেলা ক্রিকেটারদের মধ্যে বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন রিয়াদ। শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগ্যান (১০৭), কেভিন ও’ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলরদের (১০২) মধ্যে তিনিও একজন হতে যাচ্ছেন।

লাল-সবুজের জার্সি গায়ে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের পথ চলা শুরু রিয়াদের। এ ফরম্যাটে টানা খেলেছেন তিনি। তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ১০৮ ম্যাচ। মাহমুদউল্লাহ ছিলেন ৯৯টিতে। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬ ম্যাচ খেলেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877