মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব চীন কী আসলে ভারতের ৬০ কিলোমিটার ভুখণ্ড দখল করেছে রাষ্ট্রপতির দুবাই ‘কানেকশন’ ও মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ নিয়ে কৌতূহল খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আবু সাঈদ হত্যা অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন
উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হলো লিটন-শান্তদের

উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হলো লিটন-শান্তদের

স্বদেশ ডেস্ক

ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। কাগজে-কলমে মোটে একটা সিরিজ হলেও, আমাদের মানদণ্ডে প্রাপ্তি বিশাল। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, রূপকথার চেয়ে নিশ্চয়ই কম নয়!

যার স্বীকৃতি স্বরূপ সিরিজ জয়ে কীর্তিমাখা ট্রফি নিয়ে দেশে এসেছেন নাজমুল হোসেন শান্তরা। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রথম বহরের ক্রিকেটাররা। এ সময় রাজকীয়ভাবে তাদের বরণ করে নেয় বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে অর্জনের খাতা একেবারেই শূন্য ছিল বাংলাদেশের। এবারের আগে ১৩ টেস্ট খেলে হেরেছিল সবগুলো। তবে এবার ইতিহাস রচনা করে টাইগাররা। তাদের মাটিতেই ২-০ তে সিরিজ জিতে ধবলধোলাই দেয় পাকিস্তানকে৷

যা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের রেকর্ড। তাছাড়া প্রায় ১৫ বছর পর বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট উপহার দিয়েই নিশ্চিত করেছে সিরিজ।

এমন রাজকীয় পারফরম্যান্সের পর বুধবার রাতে দেশে ফিরেন নাজমুল হোসেন শান্তরা। যেখানে ছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে ও প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু। তারাসহ পাকিস্তান থেকে প্রথম বহরে ক্রিকেট ও স্টাফরা মিলে ফেরেন ১৫ জন।

তাদের উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুল হাতে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার আহমেদ মিঠু।

এরপর দ্বিতীয় বহর রাত ২ টা ১৫ মিনিটে দোহা হয়ে বাংলাদেশে ফিরেন মুশফিকুর রহিমসহ বাকি দল। ফিরেছেন কোচিং স্টাফের বাকি সদস্যরাও। সামনে ভারর সফর থাকায় ছুটি দেওয়া হচ্ছে না কাউকেই। তবে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান।

করাচি থেকে দলের সঙ্গে ‍দুবাইয়ে এলেও সেখান থেকে ইংল্যান্ডের বিমান ধরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ভারত সিরিজের আগে ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। সেই ম্যাচ শেষে ইংল্যান্ড থেকেই ভারত সফরে রওনা হবেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877