স্বদেশ ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আগের দিন রাতে প্রিমিয়ার লিগের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। গতকাল ৩০ জুলাই লিগের খেলা মাঠে গড়াচ্ছে বলে বিজ্ঞপ্তি দেয় বাফুফে। কিন্তু খেলা শুরুর দিন ম্যাচের এক ঘণ্টা আগে আবারও প্রিমিয়ার লিগ সাময়িক স্থগিত বলে ঘোষণা করেছে বাফুফে। এর আগেও লিগ শুরু কিংবা স্থগিতের ব্যাপারে বাফুফে এমন লুকোচুরি খেলায় মেতে উঠে। দেশজুড়ে লকডাউন চলছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে এ লকডাউন। কিন্তু বাফুফে চলমান লকডাউনের মধ্যেই লিগ শুরু হবে নিশ্চিত করে নতুন সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী গতকাল বিকাল চারটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ ছিল। ম্যাচ খেলার জন্য পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উদ্দেশে রওনাও দিয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারার ম্যাচ ছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। এই দুই দলও খেলার উদ্দেশে মাঠে রওনা দেওয়ার পর মাঝপথ থেকে ফিরে গেছে। কারণ বেলা তিনটায় বাফুফে এই চার ক্লাব এবং সংবাদ মাধ্যমকে জানায়, লিগের খেলা আবার স্থগিত করা হয়েছে। লকডাউনের মধ্যে এভাবে লিগ স্থগিত করার তৃতীয় ঘটনা এটি। ১ জুলাই কঠোর লকডাউনের মধ্যে প্রথম দিন খেলা চালিয়ে গভীর রাতে খেলা স্থগিতের ঘোষণা দিয়েছিল বাফুফে। ঈদের পর ২৪ জুলাই খেলা আয়োজন করতে চেয়েছিল বাফুফে। কিন্তু সাময়িক স্থগিত হয়ে যায় লিগ। ২৩ জুলাই রাতে আবার স্থগিত করে লিগ। ৩০ জুলাই লকডাউনের মধ্যে খেলা হবে ক্লাবগুলোকে মাঠে এনে বাফুফে বলছে খেলা হবে না। অপেশাদারত্ব সর্বোচ্চ নমুনা দেখিয়ে যাচ্ছে বাফুফের পেশাদার লিগ কমিটি। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি না পাওয়ার পরও লিগ আয়োজনের সময় দিচ্ছে বাফুফে এবং আবার তা ভেস্তে দিচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রিমিয়ার লিগ নিয়ে যেন ছেলে খেলায় মেতে উঠেছে বাফুফে! আবার কবে লিগের খেলা শুরু হবে, তা অনিশ্চতার মধ্যে রয়েছে।