স্পোর্টস ডেস্ক:
নতুন করে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট বাতিল করা হয়েছে। শীর্ষ আয়োজকরা বুধবার একথা নিশ্চিত করেছে।
গেল বছর পাকিস্তানের অনুষ্ঠিত হবার কথা ছিলো টুর্নামেন্টটি। সেটিও মহামারীর কারণে সেখানে অনুষ্ঠিত হতে পারেনি।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহি অ্যাশলে ডি সিলভা বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে চলতি মাসের জুনে টুর্নামেন্টের খেলা হওয়া সম্ভব নয়।’
তিনি জানান, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টুর্নামেন্টটি পিছিয়ে রাখতে হতে পারে, কারণ বেশিরভাগ দল ইতোমধ্যে আগামী দু’বছরের জন্য নিজেদের সূচির পরিকল্পনা করেছে।
ডি সিলভা বলেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সাম্প্রতিক সপ্তাহে দক্ষিণ এশিয়া জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ। যে কারণে অনেক দেশ বিমান চলাচল নিষিদ্ধ করেছে।
বিমানযোগে বিদেশ থেকে দেশে ফেরা আজ ১০ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করছে শ্রীলঙ্কা সরকার। তবে তিন ম্যাচের ওয়ানডে খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
সূত্র : বাসস