শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

৯ জনের বিরুদ্ধে ম্যানইউর ৯ গোল

৯ জনের বিরুদ্ধে ম্যানইউর ৯ গোল

স্পোর্টস ডেস্ক: শেফিল্ডের সাথে হার। পরে আর্সেনালের সাথে গোলশূন্য ড্র। জয়ে ফিরতে মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাটেড। ফেরাটা এত গোল উৎসবে হবে ভাবতে পারেনি কেউ। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছে ম্যানইউ।

দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয়েছিল সাউদাম্পটন। সেই হিসেব মতে, মাঠে থাকা নয় জনের বিপরীতে ঠিক নয় গোলই দিল ম্যানইউ। সেই সাথে স্পর্শ করল ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ৯-০ গোলে, ২০১৯ সালে সাউদাম্পটনের বিপক্ষে লেস্টার সিটি একই ব্যবধানে জিতেছিল।

ম্যাচের শুরুতেই (২ মিনিট) ওল্ডট্রাফোর্ডে ধাক্কা খায় সাউদাম্পটন। ম্যাকটমিনেকে ফাউল করে লাল কার্ড দেখেন লিগে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামা সুইস মিডফিল্ডার আলেসান্দ্রে ইয়ানকোভিৎস। ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। এই সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসবে মাতে ম্যানইউ।

৮৬ মিনিটে সাউদাম্পটনের বেডনারেক দেখেন লাল কার্ড। এরপর দলটি হজম করে আরো তিন গোল। সব মিলিয়ে মনে রাখার মতো জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

ম্যানইউর হয়ে জোড়া গোল করেন মার্সিয়াল। একটি করে গোল করেন অ্যারন ওয়ান-বিসাকা, মার্কাস র‍্যাশফোর্ড, এডিনসন কাভানি, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফার্নান্দেজ ও ড্যানিয়েল জেমস। অন্যটি আত্মঘাতী। ৩৪ মিনিটে যেটি করেন সাউদাম্পটনের বেডনারেক।

২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে ম্যানইউ। ২০ ম্যাচে সমান ৪৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877