স্বদেশ ডেস্ক:
ভেটারদের সন্তুষ্ট করতে ভূরিভোজের আয়োজন করেছিলেন কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি। প্রায় আড়াই হাজার মানুষের জন্য ১১ ডেচকি রান্না করা হয়েছিল ৯ মণ চালের পোলাও। সঙ্গে ছিল মুরগি, ডিম ও সবজি। খবর পেয়ে বারখাদা কালীতলা কেন্দ্রের পাশে রান্না করা এসব খাবার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী গতকাল শনিবার রান্না করা এসব খাবার জব্দ করেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী জানান, কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে পোলাও রান্নার আয়োজন করেন। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। এ সময় খবর পেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ ডেক ও ১০০ প্যাকেট পোলাও জব্দ করা হয়। পরে এসব খাবার এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
এদিকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া জেলার কুমারখালী পৌরসভা নির্বাচনে জালভোট দিতে এসে আটক হয়েছে দুই কিশোর। জাল স্মার্টকার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা আটক হয়েছে বলে জানা গেছে। কুমারখালীর তেবাড়িয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ৬ নম্বর বুথে ভোট দিতে গিয়ে তেবাড়িয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও মো. লিটনের ছেলে সজল (১৬) আটক হয়। ৬ নম্বর বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্টকার্ড দেখালে সেটি জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদর পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, ওই দুই কিশোর জালভোট দিতে এসে আটক হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।