মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
বিশ্বের প্রথম ভার্চুয়াল আর্ট মিউজিয়াম

বিশ্বের প্রথম ভার্চুয়াল আর্ট মিউজিয়াম

স্বদেশ ডেস্ক:

করোনার কারণে বিশ্বের অনেক আর্ট মিউজিয়াম বন্ধ রাখতে হয়েছে৷ এরমধ্যে কিছু মিউজিয়াম সীমিত আকারে খুলেছে৷ আর কিছু মিউজিয়াম কোনোদিন খুলবে কিনা সন্দেহ৷ এমন পরিস্থিতিতে বিশ্বের প্রথম ভার্চুয়াল আর্ট মিউজিয়াম খুলছে৷

ইমপ্রেশনিস্ট ও পোস্ট ইমপ্রেশনিস্টদের আঁকা ছবির সবচেয়ে বড় সংগ্রহশালা ফ্রান্সের ‘মুজি ডরসে’ মিউজিয়াম৷ সেখানে ফান গখ, ক্লদ মনে, এডুয়ার মানে, এডগার ডেগা, পল গোগার মতো শিল্পীদের ছবি রয়েছে৷ ভার্চুয়াল আর্ট মিউজিয়ামে মুজি ডরসের কিছু ছবি যেমন শোভা পাবে, তেমনি প্রদর্শিত হবে নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’সহ নামকরা আরো কয়েকটি মিউজিয়ামের ছবি৷ থাকবে ডিজিটাল ছবিও৷

এই মিউজিয়ামে ঢুকতে কোনো মূল্য দিতে হবে না৷ দর্শকদের ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দিতে সিজিআই (কম্পিউটার-জেনারেটেড ইমেজারি) ডিজাইনার, স্থপতি ও গেমিং এক্সপার্টদের পরামর্শ নিয়ে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে৷

ভার্চুয়াল মিউজিয়ামটিতে একটি ডিজিটাল ভবনের আবহ তৈরি করা হবে৷ ফলে দর্শকরা আসল গ্যালারির মতোই বিভিন্ন তলায় গিয়ে ছবি দেখতে পাবেন৷ মিউজিয়ামের পরিকল্পক স্টুয়ার্ট সেম্পেল বলছেন, লকডাউনের সময় অনলাইনে বিভিন্ন মিউজিয়াম ঘুরতে গিয়ে দর্শকদের কাছে বিষয়টি ‘অনেকগুলো ছবি একসাথে গাঁথা’র মতো মনে হয়েছে৷ সেই সমস্যা থেকে মুক্তি দিতে ডিজিটাল ভবনে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি৷

বিনামূল্যে মিউজিয়ামে প্রবেশের সুযোগ থাকায় সব ধরনের দর্শক সেখানে যেতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা৷ তারা বলছেন, দর্শকরা ইদানিং দাস প্রথা ও ঔপনিবেশিকতার সাথে অনেক বিখ্যাত শিল্পকর্মের সংযোগ খুঁজে পাচ্ছেন৷ মিউজিয়ামের কিউরেটর লি কাভালিয়েরে বলেন, ‘আর্ট ওয়ার্ল্ডটা শ্বেতাঙ্গ দর্শকদের দিকে অনেকখানি ঝুঁকে রয়েছে৷ এটা শুধু নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস আর হংকং৷ এটা (ভার্চুয়াল মিউজিয়াম) সেই প্রথা ভাঙার একটা সুযোগ,’ বলে জানান তিনি৷সূত্র: ডয়চে ভেলে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877