স্বদেশ ডেস্ক:
পাইলস হলে মলদ্বারে ব্যথা ও ফুলে যায়। রক্ত পড়ে। মলদ্বারের বাইরে কিছু অংশ ঝুলে পড়ে। ভেতরে ঢুকে থাকে কিছু অংশ। জটিল এ রোগটি হোমিওপ্যাথি চিকিৎসায় পুরোপুরি সুস্থতা লাভ করা যায়। এ রোগের লক্ষণ হলো- রোগীর কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়ার হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, মলত্যাগ পুরোপুরি হবে না, মলের সঙ্গে মিউকাস বা আম যেতে পারে। মাঝে মধ্যে মলদ্বার চুলকায়, দপদপ করে, জ্বালাপোড়া করে।
মলদ্বারের রাস্তায় কাঁটা থাকার অনুভূতি হয়। কোমরে ব্যথা দেখা দেয়, মলত্যাগের সময় বলি থেকে রক্তস্রাব হয়। পাইলস থেকে রক্তস্রাব হলে তা রক্তস্রাবী অর্শ, রক্তস্রাব না হলে অন্ধ বা অস্রাবী অর্শ বলে। যাদের পাইলস বড় এবং বেরিয়ে আসে বাইরে, এ অবস্থায় হোমিও ওষুধের মাধ্যমে যথাযথ চিকিৎসায় আশানুরূপ ফল পাওয়া যায়।
রোগীর শারীরিক, মানসিক ও দৈহিক অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করে তা প্রয়োগ করলে অপারেশন ছাড়াই দূর করা সম্ভব হয়। রোগের লক্ষণ বিবেচনা করে যেসব ওষুধ এ ক্ষেত্রে ব্যবহার করা যায় তা হলো- ইস্কিউলাস হিপ, নাক্স ভুমিকা, সালফার,হাইড্রাস্টিস, কলিনসোনিয়া, র্যাটান হিয়া ইত্যাদি। তবে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পক্ষেই কেবল সম্ভব যথাযথ মাত্রা ও ওষুধ মিশ্রণ।