রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ধুমধাড়াক্কা ক্রিকেট শুরু আজ

ধুমধাড়াক্কা ক্রিকেট শুরু আজ

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ১১তম আসর আজ থেকে মাঠে গড়াচ্ছে। সাত দলকে নিয়ে আয়োজিত ২০ ওভারের ধুমাধাড়াক্কা এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যায় দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

এবার ঢাকা, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচ। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এবারের বিপিএলে ৭ দলের অন্য ৩ দল হলো- চিটাগং কিংস, সিলেট স্ট্রাইগার্স ও খুলনা টাইগার্স।

বিপিএলের একাদশতম আসরে তেমন তারকা নেই। এবার সবচেয়ে বড় তারকা ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক নির্বাচন হয়েছে গতকাল। রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন চট্টগ্রামের, থিসারা ঢাকার, সিলেটের অধিনায়ক হয়েছেন আরিফুল হক ও খুলনার অধিনায়ক হন মিরাজ। মিরাজের নাম ঘোষণা হয়েছে কাল সন্ধ্যায়। ৭ দল নিয়ে অধিনায়কের ফটোসেশনও হয়নি এবার।

বিপিএলে শিরোপা এবারও ধরে রাখার লক্ষ্য বরিশালের। তারা শক্তিশালী দল গঠন করেছে। গতকাল অধিনায়ক তামিম বলেন, ‘আমরা যেভাবে দল সাজিয়েছি, যতটুকু পেরেছি ঘাটতির জায়গা পূরণ করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জটা হবে ৭-৮ ম্যাচ পর। তখন খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে। সেটা সব দলের জন্যই। ওই সময় যারা শূন্যস্থান ভালোভাবে পূরণ করতে পারবে তারা এগিয়ে থাকবে।’

বিপিএলে দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ। কুড়ি ওভারের ক্রিকেট হওয়ায় তারুণ্যনির্ভর দল নিয়ে আশাবাদী তিনি। ইজাজ বলেন, ‘এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে ম্যাচ জেতাবে। আমাদের দলটা বেশ তরুণ এবং ভালো। কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছে যারা বাংলাদেশের হয়ে খেলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877