শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

বিসিবি থেকে সরে দাঁড়ানোর আগে ‘কিছু কঠিন সিদ্ধান্ত’ নেবেন পাপন

বিসিবি থেকে সরে দাঁড়ানোর আগে ‘কিছু কঠিন সিদ্ধান্ত’ নেবেন পাপন

স্বদেশ ডেস্ক:

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় ফিরে আসেন। এরপর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও নানা নাটকীয়তায় ছিলেন না বাংলাদেশের বিশ্বকাপ দলে। সব মিলিয়ে তামিমের ফেরা-না ফেরা রয়েছে ধোঁয়াশার মধ্যে।

সার্বিক বিষয়ে কথা বলতে আজ সোমবার দুপুর বারোটার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানের বাসভবনে বৈঠকে বসেন তামিম। বৈঠক শেষে ১টা ৪৫ এর দিকে তামিম বেরিয়ে গেলেও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘এই মেয়াদ তো আর বেশিদিন নাই। আমি বেশিদিন আর থাকছি না। আমার পরিকল্পনা হচ্ছে, আর এক বছর আছে। এর মধ্যে অবশ্যই দলকে ঠিক করে যাব। যা যা করা দরকার আমি করে যাব। … আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটি যদি কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’

দীর্ঘদিন ক্রিকেটমাঠে নেই তামিম। কবে মাঠে ফিরবেন সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। তামিমের ব্যাপারে পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।’

বাংলাদেশ ক্রিকেট নিয়ে খানিক বিরক্তি নিয়ে পাপন আরও বলেছেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো সে জানে না। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে গিয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমমি নাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877