স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল-নাখালা জানিয়েছেন, ইসরাইলের চারপাশ ঘিরে প্রতিবাদ আন্দোলনকারীদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র গাজা ও লেবাননে মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
যখন ইসরাইল ও প্রতিরোধকামী আন্দোলনগুলোর মধ্যে পবিত্র আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর পর ইসরাইলি সেনাদের বর্বরতা নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা এই তথ্য জানালেন।
তিনি রোববার ইরাকের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পশ্চিম তীরের নাগরিকরা ইসরাইলিদের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।’
জিহাদ আন্দোলনের এ নেতা বলেন, ‘ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিরোধকামী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা মারাত্মক রকমের ঝুঁকির মুখে রয়েছে।’
পবিত্র আল-আকসা মসজিদে গত ৬ এপ্রিল ইসরাইলের সেনাদের আগ্রাসনের জবাবে লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকেও ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোঁড়া হয়েছিল।
জিহাদ আল-নাখালা বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং এ অঞ্চলের প্রতিরোধকামী যোদ্ধারা ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব ও বর্বরতার মুখে সর্বাত্মক প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরাইলকে ঘিরে ধরেছে।
সূত্র : পার্সটুডে