মেষ রাশি: সারাদিন হিসেবি ভাবে চললেও খরচ বেশি হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। পিতার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভও ভাল থাকবে।
বৃষ রাশি: ব্যবসায় বিবাদ বাধার আশঙ্কা। অতিরিক্ত খরচের জন্য ঋণ হতে পারে। সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারেন।
মিথুন রাশি: মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অতিরিক্ত খরচের ব্যাপারে আলোচনা। নতুন গৃহনির্মাণের পরিকল্পনা সফল হতে পারে।
কর্কট রাশি : দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু উপহার পাতে পারেন।
সিংহ রাশি: কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ।
কন্যা রাশি: সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সৎ সঙ্গে থাকায় আনন্দ লাভ। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্যপ্রাপ্তির যোগ আছে।
তুলা রাশি: প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। দুপুরের পরে আর্থিক চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হওয়ার যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি: খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে। পেটের সমস্যা হতে পারে। ব্যবসা মধ্যম প্রকার চলবে। দামি খাবারের প্রতি ইছা বৃদ্ধি পাওয়ায় খরচ বাড়তে পারে।
ধনু রাশি: সংসারের শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। বেশি কথা বলার জন্য বিবাদ বৃদ্ধি পাবে। মা-বাবার সঙ্গে ছোট কারণে তর্ক বাধতে পারে।
মকর রাশি : ব্যবসার ব্যাপারে একটু শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। বাড়তি কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে।
কুম্ভ রাশি : বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। কোনও অসৎ কাজের জন্য পুলিশি ঝামেলায় ফাঁসতে পারেন।
মীন রাশি : ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে।