রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মে কমেনি শীতের দাপট

কু‌ড়িগ্রা‌মে কমেনি শীতের দাপট

স্বদেশ ডেস্ক:

সারাদেশের মতো উত্তরাঞ্চলের সীমান্ত ঘেষা কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলায় শীতের দাপট অব্যাহত রয়েছে। হিমেল হাওয়ায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে শীতের তীব্রতা কমেনি।

বিশেষ করে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ দশমিক ৪০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা বৃদ্ধিও শীতের প্রকোপ কমাতে পারেনি।

ফুলবাড়ী উপজেলার রামরামসেন এলাকার মমিনুল বলেন, ‘কুয়াশার কারণে সকালে রাস্তা দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে হয়।’

দিনমজুর ছামাদ মিয়া জানান, ‘প্রচুর শীত পড়ছে, কিন্তু কাজ না করলে খাওয়া জুটবে না। তাই বাধ্য হয়েই বের হয়েছি।’

বড়ভিটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাহাবুল হক খন্দকার বলেন, ‘বেশিভাগ দিনমজুরের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতের তীব্রতায় তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে।’

প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে চাইছে না। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে সব ধরনের যানবাহনকে।

উত্তরাঞ্চলের মানুষ এখন শীত নিবারণের জন্য সরকারের সহায়তা এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘শীতের প্রকোপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ডিসেম্বর মাসের শেষের দি‌কে ঠান্ডার প্রকোপ আরো বেশি হ‌তে পা‌রে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877