সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

স্বদেশ ডেস্ক:

সারাদেশে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড় মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে, ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশ আছে। সেই কারণে ২০ অক্টোবরের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি খুলনা মহানগরে ও খুলনা বিভাগের অন্য জেলার জন্য প্রযোজ্য হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877