সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

‘ভোট পাই না, আর নির্বাচনে দাঁড়াব না’

‘ভোট পাই না, আর নির্বাচনে দাঁড়াব না’

স্বদেশ ডেস্ক:

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলায় সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে কোনো ভোট পাননি নজরুল ইসলাম মুকুল মৃধা। এর আগেও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন তিনি। তবে সব নির্বাচনেই জামানত বাজেয়াপ্ত হয় তার। তাই এখন আর নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বার বার নির্বাচনে দাঁড়িয়ে আশানুরূপ ফল না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভোটাররা নিজেদের ইচ্ছামত ভোট দিতে পারেননি। তারা দলীয় চাপের মুখে আমাকে ভোট দেননি। তাছাড়া আমি কাউকে কোনো টাকাও দিতে পারিনি।’ মুকুল মৃধা রাজাপুর উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

এর আগে উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব নির্বাচনেই দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। আমি একজন আওয়ামী পরিবারের সন্তান হয়েও যখন মনোনয়ন পাই না, তখন আমি আর কোনো  নির্বাচনে অংশ গ্রহণ করে অপমানিত হতে চাই না। এই নির্বাচন করে করে আমি আমার পরিবার, ব্যবসা-বাণিজ্য, মান-সম্মান সব নষ্ট করেছি। তাই এ পথে আমি আর যাবো না।’

গতকাল সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চারজন প্রার্থী ছিলেন। এর মধ্যে রাজাপুরে সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম। তিনি ৭৯টি ভোটের মধ্যে ৪৬টি ভোট পেয়েছেন। এছাড়া তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ২৫, সিদ্দিকুর রহমান পেয়েছেন সাতটি ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877