মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের ম্যাচে ঘাম ঝরল পাকিস্তানের

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের ম্যাচে ঘাম ঝরল পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক:

এক দিনের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হলো নেদারল্যান্ডস। এর আগে দুই দল খেলেছিল পাঁচটি ম্যাচ। যেখানে জয় তো দূরে থাক, খুব একটা লড়াইও করতে পারেনি ইউরোপের দলটা। ষষ্ঠবারের দেখায় জয়ের অনেক কাছে গিয়েও হতাশ হতে হলো তাদের। শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজে হোয়াইট হলো স্বাগতিক নেদারল্যান্ডস। তবে ম্যাচটি জিততে ঘাম ঝরেছে পাকিস্তানের।

রোববার দরটরডামে পাকিস্তানের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৭ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৯ রানের জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পাকিস্তান।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে দুই ওপেনার আবদুল্লাহ শফিক ২ রানে ফেরার পর ফখর জামান বিদায় নেন ২৬ রান করে। এরপর একপ্রান্ত আগলে রেখে একা লড়েন বাবর আজম।

৪২.৪ ওভার পর্যন্ত ১২৫ বল খেলে করেন ৯১ রান। এছাড়া ২৭ রান করেন মোহাম্মদ নেওয়াজ, ২৪ রান আসে আঘা সালমানের ব্যাট থেকে। ৪৯.৪ ওভারে ২০৬ রান করতেই গুটিয়ে যায় সফরকারীরা। নেদারল্যান্ডসের পক্ষে ৩ উইকেট নেন বাস দি লিদি। ২ উইকেট নেন ভিভিয়ান কিংমা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক ওপেনার বিক্রমজিত সিং ৫০ রানের ইনিংস খেললেও টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হন। নাসিম শাহ’র তোপে একের পর এক উইকেট হারাতে থাকে দলটা।

তবে মিডল অর্ডার ব্যাটার টম কুপারের সর্বোচ্চ ৬২ রানের ইনিংসে লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত নাসিমের তোপ সামলে উঠতে পারেনি দলটা। নাসিম একাই নেন ৫ উইকেট। ৪ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877