বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

খাটো পুরুষই সেরা জীবনসঙ্গী, বলছে গবেষণা

খাটো পুরুষই সেরা জীবনসঙ্গী, বলছে গবেষণা

স্বদেশ ডেস্ক:

অনেক নারীই জীবনসঙ্গী হিসেবে খাটো পুরুষ পছন্দ করেন না। নারীরা ডেটিং কিংবা বিয়ের জন্য বেছে নেন টল-ডার্ক-হ্যান্ডসাম পুরুষকে। তাই খাটো পুরুষদের চিন্তার শেষ থাকে না। যদিও এর জন্য তারা দায়ী নয়। তবে গবেষণা বলছে, বিয়ের জন্য লম্বা নয় বরং খাটো পুরুষরাই নাকি জীবনসঙ্গী হিসেবে সেরা। খাটো পুরুষদের মধ্যেই নাকি বিবাহবিচ্ছেদ কম। এমনকি সঙ্গীর ভালোমন্দও নাকি এরা বেশি বোঝেন অন্যদের চেয়ে।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিশেষ গুণের কারণে খাটো পুরুষরাই সঙ্গী হিসেবে সেরা-

* গবেষণা বলছে, যেসব পুরুষ খাটো হয়, তারা জানে নিজেকে কীভাবে মেলে ধরতে হয়। সাধারণত এরা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। স্বাভাবিকভাবেই সম্পর্কে পজেসিভনেস অনেক কম থাকে। সঙ্গী বাছার ক্ষেত্রে কখনোই উচ্চতার কথা ভাবে না এরা।

* খাটো পুরুষরা খোলা মনের হয়। নিজের চেয়ে খাটো কারও সঙ্গেই ডেট করতে হবে, এমন অযৌক্তিক গোঁড়ামিকে এরা প্রশ্রয় দেয় না।

* সচরাচর কম উচ্চতার পুরুষরা বিশ্বস্ত সঙ্গী হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, একজন খাটো পুরুষ কোনো নারীকে যতবার ঠকায়, একজন ঠিকঠাক উচ্চতা সম্পন্ন পুরুষ তার দ্বিগুণ ঠকায়। ৫ ফুট ১০ ইঞ্চির বেশি যেসব পুরুষদের উচ্চতা, তাদের মধ্যে এই প্রবণতা বেশি।

* প্রেমের জন্যও খাটো পুরুষ আদর্শ। কেমন লাগবে যদি চোখের সামনে কারও ঘাড় বা কাঁধ থাকে? আই-টু-আই কনট্যাক্ট তখনই হবে যদি সে আপনার সমান উচ্চতার হয়।

* নারীদের উচ্চতা সাধারণ ৫ ফুট ১০ ইঞ্চির বেশি হয় না। তাই এই উচ্চতার কোনো পুরুষের সঙ্গে ডেট করলে সরাসরি চোখে চোখ রেখে প্রেম করা যায়। এতে রোম্যান্স হয় আরও রোম্যান্টিক।

* সমীক্ষা বলছে, লম্বা পুরুষ খাটো পুরুষের তুলনায় তাড়াতাড়ি বিয়ে করে। কিন্তু একটা বিষয় এ ক্ষেত্রে ইন্টারেস্টিং। তাদের সম্পর্কও তাড়াতাড়ি ভাঙে। সমীক্ষায় দেখা গেছে, খাটো পুরুষের ডিভোর্সের হার অনেক কম। অপেক্ষাকৃত লম্বা পুরুষদের ডিভোর্সের হার বেশি।

* অনেক নারীই ভাবেন খাটো পুরুষকে বিয়ে করার মানেই চিরকালের জন্য হাইহিলকে টা-টা বলতে হবে। একথা একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার পায়ের জন্য কিন্তু হিল খুব খারাপ। তার চেয়ে স্লিপার্স বা সাধারণ জুতা পরা অনেক বেশি ভালো। ফ্যাশন যে এতে হয় না, তা তো নয়।

* খাটো পুরুষরা লম্বা পুরুষদের তুলনায় বেশি ঘরের কাজ করেন। খাটো পুরুষরা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন। অন্যদিকে লম্বা পুরুষরা সপ্তাহে সাড়ে ৭ ঘণ্টারও কম সময় কাজ করেন। তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা করা উচিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877