স্বদেশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন থেকে স্বল্প আয়ের মানুষদের আর যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড দেবে না। সোমবার প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, আয় ন্যূনতম সীমা না পেরোলে বা ফুড স্ট্যাম্প, মেডিকেল ও সরকারি আবাসনের মতো পরিষেবা নিলে গ্রিন কার্ড বা সাময়িক বসবাসের জন্য ভিসার আবেদন খারিজ হতে পারে।
এর জেরে শুধু আমেরিকাতেই আনুমানিক ১০ লক্ষ ভিসা ও গ্রিন কার্ড আবেদনকারী বাদ পড়বেন। বিদেশের আরও প্রায় ১ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। এই অভিবাসন নীতি রূপায়িত করার পিছনে হাত রয়েছে ট্রাম্পের দীর্ঘদিনের সহচর স্টিফেন মিলারের।
মার্কিন প্রশাসনের তরফে অবশ্য দুটি যুক্তি দেওয়া হয়েছে এই নিয়মের। তাদের দাবি, এর ফলে আত্মনির্ভর হয়ে উঠবেন অভিবাসীরা যা কিনা মার্কিন মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দুই, কর বাঁচবে আমজনতার।