সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে নেই হাসান আলী

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে নেই হাসান আলী

স্পোর্টস ডেস্ক:

আগামী এশিয়া কাপ টি-টোয়েন্টি ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে দুটি দলেই বাদ পড়েছেন পেসার হাসান আলী। অন্যদিকে দুই দলেই ডাক পেয়েছেন আরেক পেসার নাসিম শাহ।

হাঁটুর ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে না পারা শাহীন শাহ আফ্রিদি দুই স্কোয়াডেই রয়েছেন। দুটি দলের নেতৃত্বেই থাকবেন বাবর আজম। যেখানে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন শাদাব খান।

আগামী ১২ আগস্ট নেদারল্যান্ডস সফর করবে পাকিস্তান। যেখানে তিন ম্যাচের ওয়ানডেতে দুদল ১৬, ১৮ ও ২১ আগস্ট লড়বে। পরে ২২ আগস্ট দুবাইতে টি-টোয়েন্টির খেলোয়াড়রা চলে যাবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, আঘা সালমান, শাহীন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জাহিদ মেহমুদ।

এশিয়া কাপের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877