স্বদেশ ডেস্ক:
বিশ্বব্যাপী মালবাহী বিমান প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে তুর্কি এয়ারলাইন্সের এয়ার কার্গো পরিবহন অপারেটর ‘তুর্কি কার্গো’।
শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত জুন মাসে বিশ্বের শীর্ষ মালবাহী বিমান প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থান দখল করেছে তুর্কি কার্গো।
ওয়ার্ল্ড এয়ার কার্গো ডাটার উদ্ধৃতি দিয়ে তুর্কি কার্গো জানায়, বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার ৪.৮ শতাংশে দাঁড়িয়েছে।
তুর্কি এয়ারলাইন্স বোর্ড এবং নির্বাহী কমিটির চেয়ারপারসন আহমেত বোলাত বলেন, ‘তুর্কি কার্গোর এই সাফল্য তুরস্ককে বিশ্বে এই শিল্পের হৃদয়ে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।
তিনি ২০২৫ সালে ৩.৫ বিলিয়ন ডলার বৈশ্বিক আয় এবং দুই বিলিয়ন মূল্যের একটি লজিস্টিক ইকোসিস্টেম সহ শীর্ষ তিনটি এয়ার কার্গো ব্র্যান্ডের মধ্যে তুর্কি কার্গো একটি হবে বলেও পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতি অনুসারে, তুর্কি কার্গো বিশ্বের পাঁচটি দেশের মধ্যে একটিতে পণ্য বহন করেছে। তুর্কি কার্গো ৩৪০টিরও বেশি গন্তব্যে পৌঁছেছে। এর মধ্যে এক শ’টি সরাসরি গন্তব্যে ছিল।
সূত্র : ডেইলি সাবাহ