স্বদেশ ডেস্ক:
অচিরেই পদ থেকে সরে যেতে পারেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছেন।
কানাডা থেকে ফিরে রোমে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘পোপ পরিবর্তন কোনো বিপর্যয় নয় এবং এটা কোনো ট্যাবুও নয়।’
হাঁটুতে সমস্যার কারণে বর্তমানে চলাচলে পোপকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়।
পোপ আরো বলেন, ‘দরজা খোলা আছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এখনো পর্যন্ত আমি দরজায় টোকা দিয়ে যাচ্ছি। আমি এই সম্ভাবনা নিয়ে ভাবারও কোনো প্রয়োজন বোধ করছি না।’
যদিও আগে রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নাকচ করেছিলেন পোপ। জানিয়েছিলেন, এটা গুজব।