স্বদেশ ডেস্ক:
মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৭০ হাজার ১৭৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ১৪২ জন মানুষ।
এর আগে শনিবার আক্রান্ত হয়েছিলেন ১১ কোটির বেশি মানুষ। আর মারা গিয়েছিলেন প্রায় আড়াই হাজার মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ১৮ লাখ চার হাজার ৩০৪ জন। মৃতের সংখ্যা ৬৪ লাখ ১৯ হাজার ৯৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৫ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৬৩৭ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ৫১ জন।
আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪০ লাখ ১৯ হাজার ৮১১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের।