স্বদেশ ডেস্ক: কানাডায় বিপুল উৎসাহ-ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদ-উল আয্হা’র নামাজ আদায় করেন। টরন্টোতে বাঙালি পাড়ায় ড্যানফোর্থের ড্যান্টোনিয়া পার্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নারী-পুরুষ মিলে সবাই নামাজ আদায় করেন। প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মুসল্লিগণ স্বতঃস্ফুর্তভাবে জামাতে নামাজ আদায় করেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছাবাণীতে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করেন। এছাড়াও কেন্দ্রীয় সাংসদ নাথালিয়া স্মিথ এবং প্রাদেশিক সাংসদ ডলি বেগম সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এদিকে কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, ভ্যাংকুভার, টরন্টো, সাসকাচুয়ান, আলবার্টা, মেনিটোভাসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদ-উল-আয্হার নামাজ আদায় করেন।