স্বদেশ ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৪ হাজার ৪৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি ২২১ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম হেরোইন, ৪১০ বোতল ফেনসিডিল, চার লিটার দেশী মদ ও ১৫ হাজার ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।
সূত্র : ডিএমপিনিউজ