স্বদেশ ডেস্ক:
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বুলগেরিয়া ছাড়তে শুরু করেছেন রুশ কূটনীতিকরা। দুটি রাশিয়ান বিমানে করে রুশ কূটনৈতিক এবং তাদের পরিবারের সদস্যরা রোববার রাজধানী সোফিয়া ছেড়ে গেছেন।
রাশিয়ার একজন উচ্চ পদস্থ কূটনীতিক ফিলিপ ভোসক্রেসেনস্কি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ৭০ জন রুশ কূটনৈতিককে দেশটিতে ‘অবাঞ্চিত’ ঘোষণা করা হয়। এবং সোমবারের আগে তাদের বুলগেরিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত ছিল বুলগেরিয়া। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে কঠোর অবস্থান নিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিরিল পেতকভ।
২২ জুন অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পেতকভ দাবি করেছেন, মস্কো তার সরকার পতনের জন্য ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশল ব্যবহার করেছিল।
এরপরই রুশ কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেন তিনি।
পেতকভ বলেন, ‘বুলগেরিয়ার স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তারা যে দেশ থেকে এসেছেন সে দেশে ফিরে যেতে বলা হবে।’
এই সিদ্ধান্তের পর শুক্রবার রাশিয়ার রাষ্ট্রদূত এলিওনোরা মিত্রোফানোভা বুলগেরিয়াকে তার সিদ্ধান্ত বদলানোর জন্য একটি আল্টিমেটাম দিয়েছিলেন। এবং মস্কো বুলগেরিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে বলে হুমকিও দিয়েছেন।
সূত্র : ডেইলি সাবাহ