স্বদেশ ডেস্ক:
আসন্ন হজ পালন করতে যাওয়া মক্কায় আরো তিন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল জানিয়েছে।
নিহতরা হলেন ঢাকার ফাতেমা বেগম (৬০) পাসপোর্ট নম্বর ইই০৩৮২৮৪৩, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭) পাসপোর্ট নম্বর বিটি০৪৮৫৪৩৩ এবং টাঙ্গাইলের মো: আব্দুল গফুর মিয়া (৬২) যার পাসপোর্ট নম্বর বিওয়াই০০৬২২০২।
পোর্টাল অনুযায়ী ফাতেমা ও রফিকুল বৃহস্পতিবার এবং গফুর মঙ্গলবার মারা যান।
শুক্রবার পোর্টাল জানিয়েছে, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সৌদি আরবে চলতি বছরের ১১ থেকে ৩০ জুন পর্যন্ত তিন নারীসহ মোট নয়জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সূত্র : ইউএনবি