স্পোর্টস ডেস্ক:
অফিসিয়াল ঘোষণার আগেই ফাঁস হলো কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হোম জার্সি। দেশটির সংবাদমাধ্যম মুন্দোআলবিসেলেস্তা এমনটি জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরে নতুন জার্সি পরবেন লিওনেল মেসিরা। এবারের জার্সিটি তৈরি করেছে বিশ্বসেরা স্পোর্টস কিট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস।
দুইবারের বিশ্বকাপজয়ীদের এবারের জার্সিতেও থাকছে ঐতিহ্যবাহী নীল-সাদা রঙের ছোঁয়া। যেখানে শিরোনামে লেখা থাকছে পার ফুটি । এতে অ্যাডিডাস তাদের নতুন লোগো রাখছে জার্সিটিতে।
আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের। ৮টি স্টেডিয়ামে ৩২ দেশ লড়বে।
‘সি’ গ্রুপে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডকে। যেখানে ২২ নভেম্বর সৌদির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি।