স্বদেশ ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় চারজন পথচারী নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটি খাদে পড়ে যাওয়ার সময় ওই পথচারীদের চাপা দেয়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।
ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ভৈরবে হাসপাতালে নিলে আরো একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ ভৈরব হাসপাতালে রাখা হয়েছে।
কাভার্ডভ্যানের চালক ঘুমে আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।