স্বদেশ ডেস্ক:
কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের কাঠামো ভেঙে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের মতো। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, লড়াই চলার সময়ে দর্শক বোঝাই তিনতলা কাঠের কাঠামোটি ভেঙে পড়ে। খবর বিবিসির।
টলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ আয়োজন করা হয়েছিল। দেশটির ঐতিহ্যবাহী এ আয়োজেন ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করে।
দুর্ঘটনার পর এ ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ‘মানুষ বা প্রাণী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের আর কোনো আয়োজনের অনুমতি দেওয়া বন্ধ করতে আমি মেয়রকে বলেছি।’
টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই নারী, এক পুরুষ এবং এক শিশু রয়েছে। তিনি আরও জানান, অন্তত ৩০ জন মারাত্মক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জনপ্রিয় সান পেড্রো উৎসবের অংশ হিসেবে রোববার এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। তবে টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো জানিয়েছেন, আঞ্চলিক কর্তৃপক্ষ কোরালেজা আয়োজন নিষিদ্ধ করার পদক্ষেপ নেবে। এ আয়োজন প্রাণীর জন্য বিপজ্জনক এবং নিষ্ঠুরতা।