স্বদেশ ডেস্ক:
বিশ্বজুড়ে গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন এবং করোনাজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯১ জনের। তাছাড়া এই দিন সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ১৭৪ জন।
এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল জার্মানি। এই দিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৯০ জন।
শুক্রবার এই রোগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৪ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩২৪ জন।
জার্মানি ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া যুক্তরাজ্য, স্পেন।